দল বদলাননি মুকুল, একই যুক্তিতে অনঢ় আইনজীবীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দল বদলাননি মুকুল, একই যুক্তিতে অনঢ় আইনজীবীরা

নিজস্ব সংবাদদাতাঃ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে থাকা মুকুল রায়ের মামলার প্রায় দুই ঘণ্টা ধরে চলল শুনানি। আগামী ১৯ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে। মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলায় এত দীর্ঘ শুনানি এদিনই হয়। সমস্ত বিষয় আজ বিধানসভা  কর্তৃপক্ষ রেকর্ড করে। তবে মুকুল রায়ের আইনজীবীরা একই যুক্তি দিয়েছেন। আইনজীবীদের বক্তব্য, মুকুল অন্য রাজনৈতিক দলের মঞ্চে সৌজন্যের খাতিরে গিয়েছিলেন। তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। মুকুল বিজেপিতেই আছেন। বিজেপিও মুকুল রায়কে সাসপেন্ড করেনি। এদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সোমবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টে মুকুল রায় ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্য়ান মামলার শুনানি রয়েছে। সেখানে বিধানসভার শুনানি গুলিতে কী কী হয়েছে, তা সুপ্রিম কোর্টের জানাবে বিধানসভা কর্তৃপক্ষ।