'মর্মান্তিক রায়', প্রমাণের অভাবে ধর্ষণ মামলা থেকে মুক্ত বিশপ ফ্র্যাঙ্কো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'মর্মান্তিক রায়', প্রমাণের অভাবে ধর্ষণ মামলা থেকে মুক্ত বিশপ ফ্র্যাঙ্কো


নিজস্ব সংবাদদাতাঃ
'মর্মান্তিক রায়', প্রমাণের অভাবে ধর্ষণ মামলা থেকে মুক্ত বিশপ ফ্র্যাঙ্কো। ফ্রাঙ্কোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত একাধিকবার এক সন্ন্যাসিনীকে ধর্ষণ করেছিলেন। সম্প্রতি তাঁকে গ্রেফতার অবধি করা হয়। যদিও তথ্যের অভাবে ছাড়া পেলেন কেরলের এই বিশপ। এদিন আদালত থেকে বেরিয়ে বিশপ বলেন, ‘ঈশ্বরকে অনেক ধন্যবাদ’। এদিকে আদালতের এই রায়কে মর্মান্তিক আখ্যা দিয়েছে এই ঘটনার তদন্তকারী এক অফিসার।