New Update
/anm-bengali/media/post_banners/89p2Uq2msPzqFoMjt0Fc.jpg)
রাহুল পাসওয়ান, আসানসোল : বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন আসানসোলের যুবক তথা রেলকর্মী অজিত প্রসাদ। কিন্তু তার কোনো খবর এসে পৌছোয়নি আসানসোলের রাধানগর রোডের বাড়িতে। পরিবারের দাবি, ওই ট্রেনেই ছিলেন অজিত। গতকাল রাত থেকে তার মোবাইল বন্ধ। দুর্ঘটনার খবর পেয়ে তার দুই আত্মীয় পাড়ি দিয়েছেন ময়নাগুড়ির উদ্দেশ্যে। না পৌছানো পর্যন্ত সঠিক কোন খবর পাওয়া যাবে না। সকলের চোখেমুখে উদ্বেগের ছাপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us