New Update
/anm-bengali/media/post_banners/zs9zNnA40wKE24P3bmh1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইএসএলের আরও একটি ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার পথে। জানা গিয়েছে, এফসি গোয়ায় যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আইএসএলের আকাশে কালো মেঘ জমা হয়েছে। মোট ফুটবলার এবং সাপোর্ট স্টাফ সহ চার-পাঁচ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে আজ শুক্রবার নর্থ ইস্টের বিরুদ্ধে তাঁদের ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ম্যাচটিও কি স্থগিত হয়ে যাবে? চলছে জোর জল্পনা। এর আগে করোনার জেরে এটিকে-মোহনবাগান এবং ওড়িশা এফসি-র মধ্যে আইএলএলের ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। এবার করোনার জেরে গোয়া এবং নর্থ ইস্ট ম্যাচকে ঘিরেও তৈরি হয়েছে সংশয়। যদিও আইএসএলের তরফে এখনও কিছুই জানানো হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us