New Update
/anm-bengali/media/post_banners/iYzQXtdbTr1E8yQFqVJc.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে শুরু হয়েছে পালাবদস। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যাচ্ছেন মন্ত্রীরা। আর প্রসঙ্গেই ট্যুইটে খোঁচা দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তাঁর কথায়, "উত্তর প্রদেশে বিজেপির মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরা সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন বলে যাঁরা উল্লসিত হচ্ছেন, তাঁদের মনে রাখা উচিত ঠিক একইরকম ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটেছিল। বিজেপির একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে তৃণমূল থেকে আসা যতরকম জঞ্জাল আর ট্রোজান ঘোড়াদের টিকিট দিয়েছিল বিজেপি। ফল তো সবাই দেখেছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us