আরএলডিতে যোগ দিয়েই প্রার্থী রাজপাল সিং সাইনি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আরএলডিতে যোগ দিয়েই প্রার্থী রাজপাল সিং সাইনি

নিজস্ব সংবাদদাতা : ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। প্রকাশ্যে এল সমাজবাদী পার্টির প্রথম প্রার্থী তালিকা। রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-র সঙ্গে মিলে ২৯ আসনে প্রার্থীর নাম জানালেন অখিলেশ যাদব। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা এক। ২৯ আসনের মধ্যে উল্লেখযোগ্য হল কৈরানা, মেরঠ, বাগপত, হাপুড়, জৈবর, বুলন্দশহর, আলিগড়, ফতেপুর সিকরি। তবে ১৯ আসনই ছেড়ে দেওয়া হয়েছে আরএলডিকে। উল্লেখযোগ্যভাবে আরএলডিতে যোগ দিয়েই ভোটে লড়ার টিকিট পেলেন রাজপাল সিং সাইনি। খাটাউলি থেকে আরএলডির হয়ে ভোটে লড়বেন তিনি। অন্যদিকে অবতার সিংহ ভাডানাও সদ্য যোগ দিয়েছন দলটিতে। তকে জেবর আসনের প্রার্থী করেছে আরএলডি।