/anm-bengali/media/post_banners/4FKTeXDwqIza39GUm6KL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মকর সংক্রান্তিতে গঙ্গার ঘাটে ঘাটে চলছে পুণ্যস্নান। কিন্তু চলতি বছর মকর সংক্রান্তিতে শীত সেভাবে জমিয়ে পড়েনি বলেই আক্ষেপ শীতবিলাসীদের। অন্যান্য বছরের তুলনায় কম শীতের কামড়। শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। দাপট রয়েছে কুয়াশারও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। আজ দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে বৃষ্টিও। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভেজার আশঙ্কা। পৌষের শেষের বৃষ্টির সাক্ষী হতে পারে উত্তরবঙ্গও। তবে মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রোদের দেখা না মিললেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আগামী রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us