নিজস্ব সংবাদদাতাঃ কোভিড আবহে পুরভোট স্থগিত হবে কি না তা রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়ে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, করোনা পরিস্থিতি ভোট করানো যায় কি না, তা ভাবনাচিন্তা করুক কমিশন। সূত্রের খবর, কমিশন কী সিদ্ধান্ত নিল, ৪৮ ঘণ্টার মধ্যে তা মামলকারীদের জানানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।