নিজস্ব সংবাদদাতাঃ ‘আমজনতা ঠিক করবেন তাঁদের মুখ্যমন্ত্রী কে হবেন’— পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে এ কথা জানাল আম আদমি পার্টি (আপ)। তাঁদের বক্তব্য, আপ নির্বাচনে জয়ী হলে কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক হবে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে। জনমত নিতে একটি ফোন নম্বরও দিয়েছে আপ। আপের পঞ্জাব শাখার তরফে টুইট করে বলা হয়েছে, ‘৭০৭৪৮৭০৭৪৮ নম্বরে ফোন করুন'।