/anm-bengali/media/post_banners/Q2oTne3qoiJfVEReZzp5.jpg)
নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : পুণ্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কুকড়াহাটি জেটি ঘাট দিয়ে। কুকড়াহাটি জেটি ঘাটের পাশেই রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য অস্থায়ী সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। দীর্ঘ ১০ দিন ধরে পুণ্যার্থীদের সহযোগিতা করে চলছে সহায়তা কেন্দ্রের কর্মীরা। জেটিঘাট থেকে যাতায়াতের জন্য পুণ্যার্থীদের হাতে স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা চলছে। পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি জলের বোতল, বিস্কুট, শুকনো কিছু খাবার। তার সাথে কম্বল তুলে দেওয়া হচ্ছে। মকর সংক্রান্তিতে স্নানের আগের দিন বিকেলে কুকড়াহাটি জেটি ঘাটের কাছে সহায়তা কেন্দ্র পরিদর্শনে এলেন রাজ্যের শেষ মন্ত্রীর সৌমেন মহাপাত্র। মন্ত্রী নিজের হাতেই কিছু কয়েকজন পুণ্যার্থীর হাতে স্যানিটাইজার ও মাক্স তুলে দেন। বলেন, "সমস্ত পুণ্যার্থী দর্শকদের বলব কোভিড বিধি মেনে চলার জন্য। ওমিক্রণকে রুখতে গেলে কোভিড বিধি মেনে আমাদের মাক্স স্যানিটাইজার ব্যবহার করতেই হবে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us