রাহুল পাসোয়ান,আসানসোলঃ আসানসোল পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। আসানসোল ডামরা ও কালীপাহাড়ি 38 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে টোটো করে পাড়ায় পাড়ায় প্রচার করেন অগ্নিমিত্রা পল।