New Update
/anm-bengali/media/post_banners/9iyyNnqgX4AkPTpblZ8N.jpg)
হরি ঘোষ, জামুড়িয়াঃ সামনেই আসানসোল পৌর নির্বাচন। আর এই নির্বাচনে প্রত্যেক প্রার্থী জোর কদমে চালাচ্ছে নিজেদের প্রচার। উন্নয়ন করার কথাও বলছেন তাঁরা। এএনএম নিউজ এর মুখোমুখি হয়ে কী বললেন জামুড়িয়া ৩নং ওয়ার্ডের পরিহারপুর ১০ নং এলাকার মানুষ। এলাকার মানুষের অভিযোগ নির্বাচনের সময় সবাই বলে যায় উন্নয়ন করবো। কিন্তু ভোট হয়ে গেলে কোনো কিছুই পরিবর্তন হয় না। এলাকার রাস্তার অবস্থা বেহাল। পানীয় জলের সমস্যা আছে এলাকায়। ইলেকট্রিকের সমস্যা আছে এলাকায়। স্কুলের অভাব আছে। সব রাজনৈতিক দল তাদের বোকা বানিয়ে চলে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us