সচেতনতা প্রচারে বিধায়ক ও বিডিও

author-image
Harmeet
New Update
সচেতনতা প্রচারে বিধায়ক ও বিডিও

দিগ্বিজয় মাহালী, মাদপুর : করোনা সচেতনতায় মাদপুর বাজারে পদযাত্রায় এলাকার বিধায়ক অজিত মাইতি। খড়গপুর ব্লক ২ -এর বিডিও সন্দীপ মিশ্র সহ খড়গপুর লোকাল থানার ওসি সানি, সমাজসেবী অশোক সরকার ও অনান্যরা রাস্তায় নামেন এবং পথ চলতি মানুষকে মাস্ক পরিয়ে দেন।