/anm-bengali/media/post_banners/TfxzbtemkiI5eJXTNWQ2.jpg)
কলকাতাঃ হাওয়ালাকাণ্ড নিয়ে এবার রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। সাংবাদিক বৈঠকে ভয়ঙ্কর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বলছেন জে জৈন হাওয়ালাকাণ্ডের চার্জশিটে রাজ্যপালের নাম আছে। আমি কখনও ভাবিনি এধরনএর নেতা চাঞ্চল্য তৈরি করতে এরকম অভিযোগ করবেন। এখনো অবধি এই কাণ্ডে কেউ দোষী প্রমাণিত হয়নি। হাওয়ালাকাণ্ডের চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন তার কোনও সত্যতা নেই। উত্তরবঙ্গ থেকে ফিরেই ২ জুলাই বিধানসভায় ভাষণের খসড়া পাই। খসড়া পড়ে দেখি, যা লেখা আছে তা বাস্তব নয়। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি। যা নিয়ে আশঙ্কা তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এটাই রাজ্যপালের কাজ। চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে মুখ্যমন্ত্রীর ফোন আসে। তিনি বলেন রাজ্য মন্ত্রিসভা এই খসড়া অনুমোদন করেছেন।'
এর পাশাপাশি উত্তরবঙ্গ সফর নিয়ে রাজ্যপাল বলেন, 'উত্তরবঙ্গে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে ভয়ঙ্কর সত্য জানতে পেরেছি। ২০১৭ সালের পরে জিটিএ-র আর কোনও ভোট হয়নি। স্থানীয় স্তরের ভোট তো আরও দীর্ঘসময় ধরে হয়নি। জিটিএর দুর্নীতির আখড়া ভাঙতে অডিট করতেই হবে।'
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=6099 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=6096
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us