New Update
/anm-bengali/media/post_banners/OnYn3ZhJ3I2iGn3kt2Fe.jpg)
নিজস্ব প্রতিনিধি, এগরা: পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের দুবদা গ্রামে একটি হার্ডওয়ার্স দোকানে টাকা সহ বাইক ছিনতাইয়ের চেষ্টা। ছিনতাই করতে না পারায় দুষ্কৃতীরা ওই দোকানের মালিক সহ তাঁর ছেলেকে লক্ষ্য করে গতকাল রাত প্রায় ১০.৩০ নাগাদ গুলি চালায়। বাবা সুবল চন্দ্র বারিক এবং ছেলে লক্ষীকান্ত বারিক দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দুষ্কৃতীদের গুলি ব্যবসায়ীর হাতে লাগে তার চিৎকার শুনে দুষ্কৃতীরা চম্পট দেয়। পরে গুলিতে জখম দোকানের মালিককে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় এগরা থানার পুলিশ তদন্তে নেমে মোট তিন জন দুস্কৃতিকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে ওই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। রয়েছে পুলিশ পিকেট। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us