ভাইরাসকে কাবু করতে গার্গেল করার পরামর্শ!

author-image
Harmeet
New Update
ভাইরাসকে কাবু করতে গার্গেল করার পরামর্শ!

নিজস্ব সংবাদদাতা : অত্যাধিক ওষুধ খাওয়ার বদলে গরম জল খাওয়া ও গার্গেল করার পরামর্শ দিচ্ছেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভি কে পল। ওমিক্রন সম্পর্কে তিনি জানান, "ওমিক্রন সাধারণ সর্দি নয়। সংক্রমণ যাতে কম হয় সেটা দেখা আমাদের কর্তব্য। মাস্ক ব্যবহার করুন ও টিকা নিন। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এগুলি কাজ করবে। কোভিড মোকাবিলায় মধ্যে ভ্যাকসিনশন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।"