ওমিক্রন নিয়ে কী বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব?

author-image
Harmeet
New Update
ওমিক্রন নিয়ে কী বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব?

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনের হদিশ মেলার সঙ্গে সঙ্গে একাধিক বিধি জারি করেছিল কেন্দ্র। তারপরেও দেশের প্রায় সব রাজ্যে নতুন করে শুরু হয়েছে সংক্রমণের দাপট। মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে নজিরবিহীনভাবে। দেশের যে সব রাজ্য উদ্বেগের কেন্দ্রে রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলা। বুধবার সাংবাদিক বৈঠকে উদ্বেগের তালিকায় পশ্চিবঙ্গের নাম উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লাভ আগরওয়াল। এ রাজ্যের পাশাপাশি, সেই তালিকায় ওপরের দিকে নাম রয়েছে মহারাষ্ট্র, দিল্লি ও উত্তর প্রদেশের। সেই সঙ্গে এদিন কোভিড প্রোটোকল পরিবর্তন প্রসঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। তিনি জানিয়েছেন, শেষ তিন দিন কোনও উপসর্গ না থাকলে ৭ দিন পর আক্রান্তের পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, ডেল্টার তুলনায় ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকা, কানাডা, ডেনমার্ক, ইউকে থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, তাঁর দাবি, বিভিন্ন দেশের তথ্য থেকে বোঝা যাচ্ছে, করোনার এই নতুন ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম থাকে।