চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হওয়ায় বন্ধ হল ইনডোর পরিষেবা

author-image
Harmeet
New Update
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হওয়ায় বন্ধ হল ইনডোর পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ লাগাম ছাড়া বেড়েছে সংক্রমণ। প্রায় প্রতিদিন সংক্রমণের গ্রাফ লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। কলকাতার পাশাপাশি বাদ পড়েনি জেলাও। পাল্লা দিয়ে বাঁকুড়াতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে চিন্তার বিষয় অন্য জায়গায়। করোনা সংক্রমণে সাধারণ মানুষ আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এক্ষেত্রে প্রশ্ন উঠছিল যদি এত সংখ্যক চিকিৎসক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন তাহলে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটবে না? কিন্তু সেই আশঙ্কাই হল সত্যি। বাঁকুড়া দু নম্বর ব্লকের কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। জানা গিয়েছে, গত কয়েকদিনে একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কর্মী সঙ্কট দেখা দেওয়ায় সাময়িক ভাবে হাসপাতালের ইনডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালে কর্মরত ৯ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।