টানাপোড়েন কাটিয়ে ফের কাছাকাছি ভারত-কানাডা

author-image
Harmeet
New Update
টানাপোড়েন কাটিয়ে ফের কাছাকাছি ভারত-কানাডা

নিজস্ব সংবাদদাতাঃ কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে যে অচলাবস্থা তৈরি হয়েছে গত কয়েক বছরে, সেই স্থিতাবস্থা এবার কাটতে চলেছে। তেমনই ইঙ্গিত দিলেন কানাডার ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারা। তিনি বলেন, নতুন করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী দুই দেশের রাষ্ট্রপ্রধান। শিগগিরি সুরক্ষা ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার প্রক্রিয়া শুরু হবে। মনে করা হচ্ছে ‘চিন বিরোধী’ অবস্থানই হয়তো দুই দেশের নৈকট্যকে বাড়াতে সাহায্য করবে। গত বছরের সেপ্টেম্বরে তৃতীয় বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতির তোড়জোড় শুরু হয়েছে। অজয় বিসারার কথায়, ‘‘কানাডায় নতুন সরকার এসেছে। এবার তাই নতুন বছরে আমরা নতুন উদ্যোগ নিতে চলেছি। আমাদের আশা, দুই জি২০ দেশ ও ইন্দো-প্যাসিফিক গণতন্ত্রের মধ্যে আরও বেশি সমন্বয় তৈরি হবে।’’