New Update
/anm-bengali/media/post_banners/V56lV7UJWgdyG2Bu06Kk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিমি মাছ দেখতে গিয়ে দর্শন পাওয়া গেল ডলফিনের। তাও আবার এক-দুটো নয়। একেবারে ঝাঁকে ঝাঁকে ডলফিন এসে ভিড় করেছিল বোটের চারপাশে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মন ভাল করা ভিডিয়ো। সেখানেই দেখা গিয়েছে সমুদ্রে ভাসমান একটি বোটের চারপাশে ভিড় করেছে ডলফিনের দল। একসঙ্গে ডুব সাঁতার দিচ্ছে সকলে। একবার মাথা ডোবাচ্ছে। পরমুহূর্তেই মাথা তুলে নিচ্ছে। ডলফিনের দলের সাঁতার দেখলে মনে হবে যেন দীর্ঘদিনের তালিম নিয়ে এসেছে।
This is a race I would have loved to participate in…pic.twitter.com/5aPtTj4Bsp
— Harsh Goenka (@hvgoenka) June 25, 2021
This is a race I would have loved to participate in…pic.twitter.com/5aPtTj4Bsp
— Harsh Goenka (@hvgoenka) June 25, 2021
টুইটারে এই ভিডিয়ো নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। মজার নানা ভিডিয়ো মাঝে মধ্যেই নিজের টুইটারে হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। এবারও তেমনটাই করেছেন। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে এই ভিডিয়ো তোলা হয়েছে। হর্ষ গোয়েঙ্কার আগে টুইটারে এই ভিডিয়ো প্রথম শেয়ার করা হয়েছিল Newport Whales নামের একটি পেজ থেকে।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=6081​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us