নিজস্ব সংবাদদাতাঃ আপনি বলতেই পারেন, যত্ত সব কুসংস্কার! কিন্তু বাস্তু বিষয়টার সঙ্গে জড়িয়ে রয়েছে বিজ্ঞান৷ শারীরিক ভাবে হয়তো আপনি সুস্থ, কিন্তু কিছু ভুল নষ্ট করে দেয় সেক্স লাইফ৷ আসলে খাটের কোন দিকে মাথা করে শুচ্ছেন, তা অনেকটাই প্রভাব ফেলে সেক্স ও রিলেশনশিপে৷ তাই সর্বদা কাঠের খাটে উত্তর দিকে মাথা করে শোয়া উচিৎ।