কোভিড পরিস্থিতি নিয়ে কী বললেন মেয়র?

author-image
Harmeet
New Update
কোভিড পরিস্থিতি নিয়ে কী বললেন মেয়র?

নিজস্ব সংবাদদাতা : করোনা ও ওমিক্রনের দাপট ক্রমে বাড়ছে রাজ্যে। পরিস্থিতি বেশ উদ্বেগ জনক। কোভিড মোকাবিলায় কনটেনমেন্ট জোন ও টিকাকরণে জোর দেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কলকাতায় ২৯টি কনটেনমেন্ট জোন করা হয়েছে। টেস্ট বেশি হচ্ছে বলে রিপোর্ট আসতে দেরি হচ্ছে।" অনেক জায়গায় টেস্ট করানো যাচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে তাতে মেয়রের উত্তর, যদি কেউ ফিরে যান তবে নিজে গিয়ে তাকে পরীক্ষা করাবেন।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার অন্দরে করোনার হানায় অসুস্থ ১০০০ কর্মী। করোনা আক্রান্ত স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রায় ২৫০ জন কর্মী। অবস্থা খারাপ জঞ্জাল সাফাই বিভাগেরও। কমিশনার ও সচিব বিভাগের ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পুরসভার জন্ম-মৃত্যু সংশাপত্র বিভাগের ২২ জন কর্মীর মধ্যে, ১৪ জন সংক্রমিত। এই অবস্থায়, আপাতত বন্ধ রাখা হয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া। তবে, এই সংক্রান্ত নথি জমা নেওয়ার জন্য মঙ্গলবার রক্সি সিনেমা হলের দিকে, একটি কাউন্টার খোলা হয়েছে। এদিকে, কলকাতা পুরসভার ৩ নম্বর বরোয় আরটিপিসিআর টেস্টে বিপত্তি। ১৫ জনের বেশি আরটিপিসিআর পরীক্ষা হবে না, নোটিস দিয়ে জানানো হয়েছে পুরসভার তরফে।