New Update
/anm-bengali/media/post_banners/VkqbcxZhAvUMefOrBfQo.jpg)
নিজস্ব সংবাদদাতা : দেশের পাশাপাশি জেলাগুলিতেও করোনার বাড়বাড়ন্ত। উত্তর ২৪ পরগনায় অশোকনগরে করোনার বাড়বাড়ন্তে ফিরল সেফহোম। অশোকনগরের পোস্ট অফিসের কাছে পূর্ত ভবনে সেফহোম করা হয়েছে। অন্যদিকে, ১০ নম্বর ওয়ার্ডে তৈরি করা হয়েছে মিনি কনটেনমেন্ট জোন।
প্রসঙ্গত, গত ১০ দিনে অশোকনগরে আক্রান্তের সংখ্যা ২২২ জন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us