New Update
/anm-bengali/media/post_banners/bhpyCpWgEq0A7oMKpk9t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য কোর্টে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। নোভাককে শুভেচ্ছাও জানিয়েছেন রাফায়েল নাদাল। তিনি এও জানান যে তিনি চান নোভাক অস্ট্রেলিয়ান ওপেনে খেলুক। তিনি বলেন, "জোকোভিচের সব সিদ্ধান্তের সঙ্গে আমি একমত কি না, সেটা অন্য ব্যাপার। কিন্তু বিচারব্যবস্থা রায় দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, ওর অস্ট্রেলীয় ওপেনে খেলার অধিকার রয়েছে।সেই রায়কে সম্মান করা উচিত। নোভাকে শুভেচ্ছা জানাচ্ছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us