New Update
/anm-bengali/media/post_banners/EPdfnza3fx3ry2wSb4Mg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ
এবার খোদ স্বাস্থ্যকেন্দ্র থেকে চুরি হয়ে গেল করোনার ভ্যাকসিন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে, হায়দ্রাবাদের কালিখাবার রোডের জামবাগ আরবান প্রাইমারি হেলথ সেন্টার (ইউপিএইচসি) থেকে ৬১০ ডোজের কোভিড ভ্যাকসিনের ৪১ টি শিশি চুরি হয়েছে। চুরি যাওয়া শটগুলির মধ্যে ২৪টি শিশি ছিল কোভিশিল্ডের এবং ১৭টি কোভাক্সিনের। চোরটি কম্পাউন্ডের মধ্যে পার্ক করা একটি অটোরিকশা ও দুটি কম্পিউটার এবং টায়ারও নিয়ে গিয়েছে বলে খবর। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us