করোনা নিয়ে আইসিএমআরের নয়া উপদেশাবলী

author-image
Harmeet
New Update
করোনা নিয়ে আইসিএমআরের নয়া উপদেশাবলী

নিজস্ব সংবাদদাতাঃ দেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ দেশে কোভিড পরীক্ষার জন্য এক সংশোধিত এবং নতুন উপদেশাবলী নিয়ে এসেছে। নতুন উপদেশাবলীতে বলা হয়েছে, যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসবেন, তাঁদের বয়স বা কোমরবিডিটি ভিত্তিতে যদি তেমন ঝুঁকি না থাকে, তাহলে তাঁদের করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। সোমবার আইসিএমআরের তরফে করোনা পরীক্ষা সংক্রান্ত যে উপদেশাবলী জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের দ্রুত শনাক্ত করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বয়স্কদের (৬০ বছরের বেশি বয়সি) এবং যাঁদের কোমরবিডিটি রয়েছে, তাঁদেরও দ্রুত চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য কোভিড পরীক্ষা করাতে হবে।