উলুবেড়িয়ায় খোঁজ নেই ১৮জন করোনা আক্রান্তের

author-image
Harmeet
New Update
উলুবেড়িয়ায় খোঁজ নেই ১৮জন করোনা আক্রান্তের

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি উলুবেড়িয়া পুর এলাকায় ৮৪জন করোনা আক্রান্ত। ‘৮৪জনের মধ্যে ৬০জন হোম আইসোলেশনে, ৬জন হাসপাতালে’। ‘নিখোঁজ ১৮জন করোনা আক্রান্তের ঠিকানা, ফোন নম্বর ভুল’। ‘ভুল তথ্য দেওয়াতেই খোঁজ নেই ১৮জন করোনা আক্রান্তের’। ‘ভয় পাওয়ার কিছু নেই, পরিচয় গোপন করা ঠিক নয়’, করোনা আক্রান্তদের খোঁজ না পাওয়া নিয়ে মন্তব্য প্রশাসনের।