New Update
/anm-bengali/media/post_banners/ukVNVVSnBf965yjd2xE0.jpg)
নিজস্ব প্রতিনিধি -সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী ১৭৯৭২৩ নতুন কেস সামনে এসেছে। ২০২১ এর ২৮শে মে এর পরে, নতুন বছরে ঊর্ধ্বগামী করোনা গ্রাফ। চড়চড় করে বাড়ছে করোনা পরিসংখ্যান। অন্যান্য রাজ্যগুলির তুলনায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে, ২০৫৯৭৩ জন আক্রান্ত। পশ্চিমবঙ্গের রয়েছে, ৭৮১১১ জন অ্যাক্টিভ কেস, দিল্লিতে ৬০৭৩৩, তামিলনাড়ুতে ৫১৩৩৫, কর্নাটকে ৪৯৬৩১, সেই জায়গায় কেরালায় কেস রয়েছে ৩৫৬০১।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us