কুলটিতে ফের বিজেপির ভাঙন

author-image
Harmeet
New Update
কুলটিতে ফের বিজেপির ভাঙন

রাহুল পাসওয়ান, আসানসোলঃ কুলটিতে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি বিজেপিতে থেকে তাঁদের দমবন্ধ হয়ে আসছিল। মানুষের জন্য তাঁরা কাজ করতে পারছিলেন না। এসসি মোর্চা মণ্ডল সভাপতি বর্ষণ বাউরি, কুলটি মণ্ডল যুব মোর্চার সহ সভাপতি ব্রজ চট্টরাজ, অঞ্জন মুখোপাধ্যায়, শক্তি প্রমুখ, রাজু লায়েক, আইটি ইনচার্জ উজ্জ্বল বাউরিরা এদিন কুলটির ৭৪ নম্বর ওয়ার্ডের মিঠানি তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বহু মানুষ দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে বিরোধী বলে আর কিছু থাকবে না। অপরদিকে আসানসোল পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাধন পাল বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর আজ নিজের ভুল স্বীকার করে তৃণমূল জেলা সভাপতি বিধান উপাধ্যায় ও আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন।