বিয়ের এক মাস পূর্তি

author-image
Harmeet
New Update
বিয়ের এক মাস পূর্তি

নিজস্ব প্রতিনিধি -২০২১ সালের ৯ই ডিসেম্বর রাজস্থানে চার হাত এক হয়েছিল দুই তারকা জুটির, অর্থাৎ ভিকি ও ক্যাটের। আজ এক মাস পূর্ণ হল তাদের বিবাহের। আর সেই উপলক্ষেই একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন ভিকি ও ক্যাটরিনা। এদিকে ভিকি কৌশল এর শুটিং চলছে ইন্দোরে তাই ক্যাটরিনা ও শুক্রবার পাড়ি দেন ইন্দোরের উদ্দেশ্যে। এখানে দুই তারকা জুটি উদযাপন করবেন বিবাহের এক মাস পূর্তি। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করে লেখেন, 'শুভ এক মাস' সঙ্গে দেন হার্ট ইমোজি।