/anm-bengali/media/post_banners/Hl4DBYIGcB6Ccq2cQsVw.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ আসানসোল মিনি বাস অ্যাসোসিয়েশনের। করোনা আবহে আসানসোল শিল্পাঞ্চলজুড়ে বন্ধ রয়েছে মিনি বাস পরিষেবা ।এমতাবস্থায় যে ভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে দিনকে দিন, তাতে আগামী দিনে বাস চালানো দুষ্কর হয়ে যাবে বলে অ্যাসোসিয়েশন-এর দাবি। তাই সারা রাজ্যের সঙ্গে আসানসোলেও বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এদিন মিনি বাস অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি মলয় কুমার ভৌমিক বলেন, যে ভাবে ডিজেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে বাস চালানো সম্ভব নয়। বাস মালিক, কর্মচারী মিলিয়ে প্রায় ২ লক্ষ পরিবার সমস্যার মধ্যে রয়েছে।
​
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=5880 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=5877
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us