কোভিড ১৯, মাইক হাতে পায়ে হেঁটে প্রচারে তৃণমূল বিধায়ক

author-image
Harmeet
New Update
কোভিড ১৯, মাইক হাতে পায়ে হেঁটে প্রচারে তৃণমূল বিধায়ক


দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ প্রতিদিন পায়ে হেঁটে হাতে মাইক নিয়ে ঘুরছেন তৃণমূল বিধায়ক। আর তিনি তাঁর নিজের কন্ঠে প্রচার করে চলেছেন, 'দয়া করে আপনারা সচেতন হন, কেন এখনও এত অবহেলা? কারণ আপনার বাড়ির মধ্যে কখন যে প্রবেশ করবে করোনা আপনারা সেটা জানেন না। প্লিজ মাস্ক পড়ুন সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজে সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন'। এমনই প্রতিনিয়ত করোনা সচেতনতার পাঠ দিয়ে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া। উল্লেখ্য শুধু আজ নয় বেশ কয়েকদিন ধরে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকেই তাঁকে কখনও দেখতে পাওয়া গেছে মাস্ক বিলি করতে, কখনও এলাকার মানুষকে নিজেই রাস্তার ধারে দাঁড়িয়ে সচেতন করতে। অন্যান্য দিনের মতো এদিনও চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ সবজির বাজার চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেটে দেখতে পাওয়া গেল দলীয় কর্মী সমর্থকদের সাথে না নিয়েই তৃণমূল বিধায়ক একা হাতে মাইক নিয়ে প্রচার করছেন। যদিও কিছু দলীয় কর্মী সমর্থক বিধায়ককে দেখে চলে এসেছিলেন বিধায়ক তাঁদের বললে আপনারা চলে যান জমায়েত করবেন না। বিধায়কের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক মহলে।