নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮০২। শুক্রবার যে সংখ্যাটা ছিল ১৮ হাজার ২১৩। তবে পজিটিভিটি রেট বেড়েছে অনেকটাই। সেই হার ২৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৯ শতাংশ। একদিনে মৃতের সংখ্যা ১৯। এর মধ্যে শুধু কলকাতাতেই ৭ জনের মৃত্যু হয়েছে।