/anm-bengali/media/post_banners/wVRlUdGZTxAJtSzcu5K7.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এক হাতুড়ে হোমিওপ্যাথি চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৬ নং চাউলকুড়ি অঞ্চলের খড়িকা উত্তরপল্লী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত ওই চিকিৎসকের নাম হরেকৃষ্ণ মান্না (৩৮)। তিনি খড়িকা পরশপুর এলাকার বাসিন্দা। চিকিৎসক হওয়ার জন্য এলাকার এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে প্রশিক্ষণ নিত বলেও জানা যায়।
সূত্রে জানা গেছে,একসময় ওই নাবালিকা ক্লাস নাইনের ছাত্রীর দাদু হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। সেইসূত্রে ওই নাবালিকার পরিবারের সঙ্গে ধৃত হরেকৃষ্ণ মান্নার যোগাযোগ ছিল। সেইমত শনিবার সকালে হরেকৃষ্ণ ওই নাবালিকার বাড়িতে আসে,সেইসময় বাড়িতে কেউ ছিলো না বলে জানা যায়।
অভিযোগ,ছাত্রীকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে অভব্য আচরণ করে ওই চিকিৎসক। শ্লীলতাহানি করে। আতঙ্কে চিৎকার শুরু করে ওই পড়ুয়া। তখনই অভিযুক্ত নাবালিকাকে হুমকি দেয়। কাউকে জানালে ফল খুব খারাপ বলে ভয় দেখায়।
যদিও তাতে শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই এই খবর জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। এরপরই ওই নাবালিকা ছাত্রীর পরিবার সবং থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
ঘটনার তদন্তে নেমে সকালেই অভিযুক্তকে গ্রেপ্তার করে সবং থানার পুলিশ। চিকিৎসকের এই আচরণে রীতিমতো ক্ষু্ব্ধ নিগৃহীতার পরিবারের সদস্যরা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
আগামীকাল রবিবার ধৃত ওই চিকিৎসকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us