New Update
/anm-bengali/media/post_banners/kuFfcSsr30qIVXsdEI4P.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুমরা, শামি, অশ্বিন এদের বল ডিন এলগারের শরীর লক্ষ্য করে এগিয়ে আসছিল। কিন্তু তাও এলগার-কে পিচ থেকে সরানো যায়নি। পুত্রের এমন খেলা দেখে ডিন এলগারের পিতা বলেন, "বুধবার রাতে আমরা যখন কথা বলছিলাম, ও আমাকে বলে, ‘আমাকে আউট করতে হলে, ওদের আমার শরীরের কিছু একটা ভাঙতে হবে। আমার শরীরে বল মেরে কিছু হবে না। কিছুতেই সেটা হবে না।’ সেটা যখন শুনি, বুঝে গিয়েছিলাম এলগার উজ্জীবিত হয়ে আছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us