দুয়ারে এবার ডাক্তার!

author-image
Harmeet
New Update
দুয়ারে এবার ডাক্তার!

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনায় করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলা পরিষদের অফিসে বৈঠক হয়। কোভিড মোকাবিলায় এবার ডক্টরস অন হুইল পরিষেবা চালুর ঘোষণা করলেন অভিষেক। বৈঠকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজনৈতিক সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারে ক্রেতা ও বিক্রেতা-উভয়কেই দুটো করে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন অভিষেক। কোভিড টেস্টের ক্ষেত্রে সেল্ফ টেস্ট কিট ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তৃণমূল সাংসদ। সেই সঙ্গে প্রতি পঞ্চায়েতে কোভিড কনট্রোল রুম খোলার কথা বলেন। শুধু তাই নয়, প্রতি ওয়ার্ডেও থাকবে কোভিড কনট্রোল রুম। ডায়মণ্ড হারবারে নিজের সংসদীয় এলাকাতেও আগামী দুমাস কোনো রাজনৈতিক সমাবেশ করা যাবে না বলে জানান। এমনকি ধর্মীয় সমাবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে বাড়িতে ছোট অনুষ্ঠান করা যেতে পারে বলে মত অভিষেকের।