New Update
/anm-bengali/media/post_banners/t5B5YUme6BB4Egr5ehSX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে গোলশূন্য হয়ে ম্যাচ ড্র করে। প্রতিবারের মতো এবারেও জয়ের মুখ দেখতে পায়নি ইস্টবেঙ্গল। কিন্তু নিজেদের হার প্রতিরোধ করার জন্য খুশি কোচ রেনেডি। তিনি বলেন, "যদি কঠোর পরিশ্রম করতে পারো, তা হলে একজন বিদেশি নিয়েও ভাল ফুটবল খেলা সম্ভব। এটা আমাদের সকলেরই বিশ্বাস করা উচিত। মুম্বই এই লিগের সেরা আক্রমণাত্মক দল। ওদের বিরুদ্ধে আমরা যে ভাবে ডিফেন্ড করেছি, তার জেরে একটাও সুযোগ পায়নি ওরা। গভীরে ঢুকে রক্ষণ সামলেছি। শেষে আমরা হয়তো একটা গোলও পেতাম।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us