পূর্ব রেলে বাড়ছে সংক্রমণ

author-image
Harmeet
New Update
পূর্ব রেলে বাড়ছে সংক্রমণ

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব রেলের কর্মীদের উপর করোনার থাবা। একদিনে পূর্ব রেলে আক্রান্ত ২৮৮ জন কর্মী। ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২৮৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। ৮০ জন করোনা আক্রান্ত রেল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ও এই ছবিটাই দেখা গিয়েছিল। এবার সেই ছবিটা প্রকট হচ্ছে। বিশেষ করে এখন যেহেতু অত্যন্ত দ্রুততার সঙ্গে সংক্রমণ ছড়াচ্ছে, ফলে সংক্রমিতের গ্রাফটাও সহজেই উপরের দিকে উঠছে। একদিনে ২৮৮ জন কর্মীর সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ৩৩৬ জনের মধ্যে সিংহভাগই সংক্রমিত। এর আগেও দেখা গিয়েছে পূর্ব রেলের হাসপাতালের শতাধিক চিকিৎসক কোভিড আক্রান্ত।