এলাকায় শান্তি স্থাপনের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

author-image
Harmeet
New Update
এলাকায় শান্তি স্থাপনের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের দুরমুঠ বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বকুয়াবাঁধ বাসস্ট্যান্ডে ব্যবসায়ীদের সুরক্ষা, সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করা, বে আইনী মদ বিক্রি বন্ধ করা, ভোট পরবর্তী সময়ে হাতীশাল বাজারে দোকান ভাঙচুর, মালপত্র লুটেরারদের শাস্তি ও ক্ষতিপূরণ প্রদান, বালিয়া বাঁধে ইলেকট্রনিক্স দোকান লুঠের আইনী ব্যবস্থা গ্রহন,মুকুন্দপুর বাজারে তোলা আদায় বন্ধ, বকুয়াবাঁধ স্ট্যান্ডে প্রাচীন বটগাছ ছেদন, দোকান উচ্ছেদের প্রতিকার, বিভিন্ন এলাকায় সমাজবিরোধী তান্ডব রোধ সহ মোকামগোড়া বস্তীতে বোমাবাজি বন্ধ করে শান্তি স্থাপন ইত্যাদি দাবি দাওয়ার ভিত্তিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রূপায়িত হয়। বিধায়ক উত্তম বারিক ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন কাঁথি থানা, পুলিশ প্রশাসন সহ মহকুমা প্রশাসনের সাথে কথা বলে সমস্যা সমাধানের লক্ষে হস্তক্ষেপের দাবী করেন।বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সত্যব্রত মাইতি জানান প্রশাসনের আশ্বাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়। সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন কর্মকর্তারা।