New Update
/anm-bengali/media/post_banners/fYkYlYiyyiisXVuWq56n.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় হাট বসেছে। থিকথিকে ভিড়। অনেকের মুখে নেই মাস্ক।নেই শারিরীক দূরত্ব। এই ধরনের ছবি উঠে এলো ডেবরা এবং পিংলা থানার বর্ডার এলাকার ফতেপুরে। ক্রেতা ও বিক্রেতা উভয়েরই মুখে মাস্ক লক্ষ্য করা যাচ্ছে না। তবে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে নারাজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us