New Update
/anm-bengali/media/post_banners/3dw2LF1OPzuvlQ9X6pi1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে আরও বাড়ল করোনা সংক্রমণের গতি। এক দিনে সংক্রমণ বাড়ল ৩,০০০-এর বেশি। শুক্রবার রাজ্য সরকার প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে রাজ্যে পরীক্ষা হয়েছে ৬৯,১৫৮টি করোনার নমুনা। তার মধ্যে ১৮,২১৩টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ২৬.৩৪ শতাংশ। এদিন কলকাতায় ৭,৪৮৪, উত্তর ২৪ পরগনায় ৩,১১৮ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। হাওড়ায় সংক্রমণ ১,০৪৩, হুগলিতে ৭৯৩, দক্ষিণ ২৪ পরগনায় ৭০৪। পূর্ব বর্ধমানে সংক্রমণ ৫৩২, নদিয়ায় ৪১০, পশ্চিম বর্ধমানে সংক্রমণ ১,০৪৩। সব মিলিয়ে রাজ্যে সংক্রমণ ১৭,১১,৯৫৭। এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us