নেতাই শহীদ দিবস উদযাপনে তৃণমূল

author-image
Harmeet
New Update
নেতাই শহীদ দিবস উদযাপনে তৃণমূল

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম : লালগড়ের ৭ জানুয়ারি নেতাই শহীদ দিবস। প্রতিবছর নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই দিনটি পালিত হয়। যদিও ব্যবস্থাপনায় থাকে তৃণমূল কংগ্রেস। বিগত দিনে প্রতিবছর শুভেন্দু অধিকারী শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের প্রতি সম্মান জানান। কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগদানের পর এই ছবিটি বদলে গিয়েছে। গতবছর শহীদ বেদীতে শুভেন্দু বিজেপি নেতা কর্মীদের নিয়ে মাল্যদান করে তারপরে তৃণমূল কংগ্রেস শহীদ বেদীতে মাল্যদান করে। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও মদন মিত্র। কিন্তু এই বছর তৃণমূল কংগ্রেস নেতাই শহীদ বেদী এক মুহূর্তের জন্য ছাড়তে নারাজ। বৃহস্পতিবার দিনভর শহীদ বেদীর কাছে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তার উদ্যোগেই সাজিয়ে তোলা হয়েছে নেতাই শহীদ বেদীকে। শহীদ বেদীর পাশে তৈরি হয়েছে মঞ্চ। যেখানে শহীদ পরিবার গুলিকে সংবর্ধনা ও সাহায্য দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়ার আসার কথা রয়েছে। অপরদিকে হাইকোর্ট থেকে নেতাই শহীদ বেদীতে মাল্যদান করার অনুমতি পেয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তরফ থেকে জানা গিয়েছে, এদিন দুপুর দুটোয় নেতাই-এর শহীদ বেদীতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী। কিন্তু নেতাই পৌঁছনোর প্রতিটি রাস্তায় পুলিশের কড়া ব্যারিকেড রয়েছে। জানা যাচ্ছে, তৃণমূলের কর্মসূচি শেষ হওয়ার পরে নেতাইয়ে শুভেন্দুর কর্মসূচি শুরু হবে। কিন্তু তৃণমূল সূত্রে, জানা যাচ্ছে শহীদ দিবসের কর্মসূচি আজ সারাদিন ধরেই পালিত হবে। তবে কি আজ শুভেন্দু নেতাই শহীদ বেদীতে মাল্যদান করতে পারবে?



২০১১ সালের ৭ই জানুয়ারি গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি চালানোর  অভিযোগ ওঠে সিপিএমের হার্মাদ বাহিনীর উপর। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের, আহত হন বহু গ্রামবাসী। তারপর প্রতিবছর এই দিনটি নেতাই দিবস হিসেবে পালিত হয়।