/anm-bengali/media/post_banners/tStg2QqonrRN2dUegO25.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সৌজন্য দেখালেন বাম কাউন্সিলর। বরো চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল কাউন্সিলরের সমর্থনে হাত তুলে সমর্থন জানান ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেব। আজ কলকাতা পুরনিগমের ১০ নম্বর বরোর চেয়ারম্যান নির্বাচন ছিল। আগেই দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বরোর চেয়ারম্যান হিসেবে জুঁই বিশ্বাসের নাম জানিয়ে দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট নির্বাচনের মাধ্যমেই চেয়ারম্যান নিযুক্ত করা হয়। ৫ নম্বর বরোর নির্বাচনে বিজেপি কাউন্সিলর এবং কংগ্রেস কাউন্সিলররা যেভাবে বয়কটের রাজনীতিতে গিয়েছেন, বাম কাউন্সিলর সেই পথে যাননি। তাঁর কথায়, “বয়কট করে কোনও উন্নয়ন সম্ভব নয়। শুধু কাজের খাতিরে এসেছি তা নয়। সৌজন্যের খাতিরেও আমি জুইঁ বিশ্বাসকে সমর্থন জানিয়েছে। আমার বিশ্বাস কাজের ক্ষেত্রে বরো চেয়ারম্যান কোনওরকম দল দেখবেন না।” তবে এই সিদ্ধান্তকে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। রাজনৈতিক মহলের মতে, বাম কাউন্সিলর বয়কট করতে পারতেন। কিন্তু সেদিকে তিনি যাননি। বরং এই বরোতে একমাত্র বাম কাউন্সিলর হিসেবে তিনি রীতিমতো নজির তৈরি করে রাখলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us