New Update
/anm-bengali/media/post_banners/t3XXDkXTKa5tP2uRoNjE.jpg)
নিজস্ব সংবাদদাতা : সেমিনারে মহিলার চুলে থুথু ফেলার ঘটনায় বিতর্কের সৃষ্টি করেছেন হেয়ার স্টাইলিস্ট ডাভেদ হাবিব। এই ঘটনায় দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে যথাযথ পদক্ষেপ করার আবেদন জানাল ন্যাশনাল কমিশন ফর উইমেন। জাভদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৫ ধারা, ৫০৪ ধারায় হামলা সহ অপমান ও মহামারী আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুজাফফরনগরের থাতৌলির সিও রাকেশ কুমার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us