/anm-bengali/media/post_banners/mAB9RhUBxrIMMcRWc5k6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত কাশ্মীর। একটানা ৯ ঘণ্টার লড়াইয়ে অবশেষে মিলল সাফল্য। বদগামের জোলওয়া ক্রালপোড়া চাদুরায় নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি। তারা প্রত্যেকেই জইশ-ই-মহম্মদের সদস্য বলেই জানা গিয়েছে। প্রত্যেকের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, গোপন সূত্রে জম্মু-কাশ্মীর পুলিশবাহিনীর কাছে খবর যায় বদগামের চাদুরায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে। সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল। পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আত্মরক্ষায় তৎপর হয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এভাবে প্রায় ৯ ঘণ্টা কেটে যায়। তাতেই একের পর এক তিন জঙ্গি নিকেশ হয়। তাদের নাম এখনও জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই জইশ-ই-মহম্মদের সদস্য বলেই জানা গিয়েছে। প্রত্যেকটি জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us