নিজস্ব সংবাদদাতাঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক এলাকা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অনুভূত হয়েছে কম্পন । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। রাতে আচমকা কম্পন বুঝতে পেরে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে কয়েক সেকেন্ডই কম্পন স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার রাত ৮টা বেজে ১৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই মোটামুটি কম্পন অনুভূত করেছেন বাসিন্দারা। জানা গিয়েছে, এ দিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান। থিম্পু থেকে ৪৮ কিমি দক্ষিণ পশ্চিমে, ভূৃগর্ভের ১০ কিলোমিটার নীচে থেকে কম্পন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মেলেনি হতাহতের খবরও।