নতুন উদ্যোগের মাধ্যমে ছাত্রীদের বরণ করলো বিদ্যালয়

author-image
Harmeet
New Update
নতুন উদ্যোগের মাধ্যমে ছাত্রীদের বরণ করলো বিদ্যালয়

দ্বিগবিজয় মাহালীঃ করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল কলেজ। ফলে দীর্ঘদিন স্কুলে না যাওয়ার কারণে একটা ভীতি তৈরি হয়েছে ছাত্র-ছাত্রীদের মনে। পড়ুয়াদের আতঙ্ক কাটাতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হল। রাজ্য স্বাস্থ্য দপ্তর-এর পক্ষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো কোভিড যোদ্ধাদের বরণের মধ্য দিয়ে,ডেবরার লোয়াদা বালিকা বিদ্যালয়ে শুরু হলো ভ্যাক্সিনেশন কর্মসূচি। বৃহস্পতিবার ডেবরা এলাকার প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী ফুলের স্তবক পেন দিয়ে বরণের মধ্য দিয়ে শুরু হয় ছাত্রীদের ভ্যাকসিন কর্মসূচি। এদিন প্রায় ২১০ জন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা রমা ভট্টাচার্য। ভ্যাকসিন কর্মসূচি শেষে সবায়ের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়।পাশাপাশি এদিন ডেবরা ব্লক জুড়ে ১৫-১৮ বছরের ২৫০৫ জনকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয়।