ইটালি থেকে অমৃতসরে আসা চাটার্ড বিমানের ১২৫ যাত্রী করোনা আক্রান্ত!

author-image
Harmeet
New Update
ইটালি থেকে অমৃতসরে আসা চাটার্ড বিমানের ১২৫ যাত্রী করোনা আক্রান্ত!

নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে নতুন করে দাপাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে এবার ইটালি থেকে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছনো এক আন্তর্জাতিক চাটার্ড বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। তাঁদের সকলকেই আইসোলেশনে রাখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকর্মী ও বিমানবন্দর কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়  যাত্রীদের। জানা গিয়েছে, বিমানটির যাত্রীদের দাবি, তাঁরা ইটালি থেকে বিমানে ওঠার আগে যখন পরীক্ষা হয়েছিল তখন তাঁদের রিপোর্ট কোভিড নেগেটিভ ছিল। তাঁরা বুঝতে পারছেন না কী করে ভারতে পৌঁছে তাঁদের পরীক্ষার ফল পজিটিভ হয়ে গেল। এই নিয়েই বচসার সূত্রপাত। যাত্রীরা সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ সেটি অমৃতসরে নামে। মাঝখানে যান্ত্রিক ত্রুটির জন্য জর্জিয়ায় থেমেছিল বিমানটি। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।