কম টাকায় গাছ বিক্রির অভিযোগ উঠল অঞ্চলের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
কম টাকায় গাছ বিক্রির অভিযোগ উঠল অঞ্চলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ কম টাকায় গাছ বিক্রির অভিযোগ উঠল অঞ্চলের বিরুদ্ধে। ক্ষুব্ধ অন্য ব্যবসায়ীরা। তড়িঘড়ি গাছ কাটতে শুরু হয়েছে বুধবার থেকেই। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-২ নং ব্লকের পপরআড়া-২ অঞ্চল এলাকায়। বেশ কিছু কাঠ ব্যবসায়ীর অভিযোগ ওপেন টেন্ডার না করেই ১৫ লক্ষ টাকা মূল্যের গাছকে ৬ লক্ষ টাকায় টেন্ডার করে বিক্রি করেছে অঞ্চল। ব্যবসায়ী সেখ লালু বলেন যেখানে সরকারের আয় অনেকটাই কমে গেলো। কবে কীভাবে টেন্ডার হলো আমরা জানতেই পারলাম না। আমরা প্রধান, উপ প্রধান, বিডিও, এমনকি পিংলার বিধায়ক অজিত মাইতিকেও জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। এই নিয়ে আমরা পঞ্চায়েত অফিসে বার বার গিয়েও কারো দেখা পায়নি। সদুত্তরও পায়নি। আমরা বিভিন্ন জায়গায় প্রকৃত মূল্যে গাছ কিনে সঠিক মূল্য সরকারকে দিতে চাই। কিন্তু কিছু কতিপয় ব্যক্তির জন্য সরকারের রাজস্ব কমে যাচ্ছে। আমরা এই নিয়ে কোর্টে মামলা করতে চলেছি। এই ঘটনায় অঞ্চলের উপ প্রধানের কাছ থেকে কোনো উত্তর আসেনি। অপরদিকে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন দলের কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে আমরা তা মানবো না। কঠোর ব্যাবস্থা নেবো। এই ঘটনায় আমি কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পায়নি।