/anm-bengali/media/post_banners/EfBDJRKMyUAcuQ3rMInO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। রবিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেছেন, সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্কুল, কলেজ বন্ধ থাকলেও আগামী ৯ জানুয়ারি স্টেট এলিজিবিলিটি টেস্ট নেবে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু, কোভিড আবহে আপাতত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিল সরকারি কলেজ শিক্ষক সংগঠন। আগামী ৯ জানুয়ারি রবিবার সেট-এর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে সরকারি কলেজ টিচার্স ইউনিয়নের পক্ষ থেকে। সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারির পর পরীক্ষা হলেও হতে পারে। অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক পুলিশকর্তা, কলেজ সার্ভিস কমিশন এর স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাই পরীক্ষা আপাতত স্থগিত করা হোক। তবে, সরকারি তরফে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us